বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) একটি জাতীয় পর্যটন সংস্থা (এনটিও)। প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে মহামান্য রাষ্ট্রপতির ১৪৩
নং আদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে এর কার্যক্রম শুরুকরে। এটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
একজন চেয়ারম্যান ও তিনজন পরিচালক-এর মাধ্যমে Board of Directors গঠিত। চেয়ারম্যান বোর্ডের সভাপতি, পরিচালকগণ
বোর্ডের সদস্য এবং মহা-ব্যবস্থাপক (প্রশাসন) বোর্ডের সাচিবিক দায়িত্ব পালন করে থাকেন। প্রধান কার্যালয়ের বিভাগসমূহ যথাঃ
প্রশাসন বিভাগ ; বাণিজ্যিক বিভাগ ; পরিকল্পনা, প্রশিক্ষণ ও পরিসংখ্যান বিভাগ, বিপণন বিভাগ, জনসংযোগ বিভাগ, অর্থ ও
হিসাব বিভাগ, পূর্ত বিভাগ, এষ্টেট বিভাগএবং তথ্য ও যোগাযোগ বিভাগ।
বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর নিয়ন্ত্রণাধীনে National Hotel and Tourism Training Institute (NHTTI), Duty Free
Operations (DFO) সহ হোটেল, মোটেল, কটেজ, রেস্তোরাঁ, পিকনিক স্পট, রেন্ট-এ-কার ও ভ্রমণ ইউনিট সারাদেশে দেশী-বিদেশী
পর্যটকদের সেবা প্রদান করে আসছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক)-এর লক্ষ্য ও উদ্দেশ্য :
লক্ষ্য :
বাংলাদেশকে একটি আকর্ষনীয় পর্যটন গন্তব্যের দেশ হিসেবে গড়ে তোলা।
উদ্দেশ্য :
১. বাপক-কে একটি উন্নত উপযুক্ত কর্তৃপক্ষ হিসাবে গড়ে তোলা যা বাংলাদেশের পর্যটন শিল্পের সুবিধাদি প্রনয়ণে নিয়ন্ত্রিত/সহজতর করবে ;
২. আন্তর্জাতিক মানের পর্যটন ও অন্যান্য সুবিধাদি গড়ে তোলা এবং তা রক্ষা করা ;
৩. সহজ গমনাগমনের জন্য বাস্তব অবকাঠামো যেমন, সড়কপথ, রেলপথ, বিমানপথ ও নৌপথ তৈরীতে সরকারকে সম্পৃক্ত করা এবং বেসরকারী উদ্যোগকে উৎসাহিত করা ;
৪. পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ;
৫. পর্যটনকদের জন্য ভিসা ও ইমিগ্রেশন পদ্ধতি সহজতর করার উদ্যোগ গ্রহণ ;
৬.কার্যকর কমিউনিটি অংশগ্রহণের মাধ্যম দারিদ্র বান্ধব পর্যটন উৎসাহিত করা ;
৭. আর্থিক স্বচ্ছলতা ও ক্ষমতায়ন করার জন্য নারী জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ ;
৮. প্রকৃতি ও নৃতাত্ত্বিক ভিত্তিক ইকো-ট্যুরিজমকে উনড়বয়ন করা ;
৯. পর্যটন কার্যক্রমের মাধ্যমে পরিশোধন বিবরণী, নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, দারিদ্র দূরীকরণ ও সামাজিক সম্পৃতি বৃদ্ধিকরণ ;
১০. দেশে-বিদেশে পর্যটন উপাদানসমূহের বিপণন বৃদ্ধি করণ ;
১১. পর্যটন শিল্পে মানব সম্পদ উন্নয়ন করা ;
১২. পর্যটন শিল্পে শক্তিশালী সরকারী-বেসরকারী যৌথ ব্যবস্থাপনা গঠন করা ;
১৩. পর্যটন শিল্পে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে নিবিড় সম্পর্কের উনড়বয়ন ও তা রক্ষা করা ;
১৪. পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বাণিজ্যিক ইউনিটসমূহ বেসরকারিকরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস